
যদি বলি, আফগানিস্তানের ক্ষমতার অলিন্দ বঙ্গীয় ব-দ্বীপের নদীর মতোই সদা পরিবর্তনশীল- অত্যুক্তি হবে না। কখন কোন পক্ষ ক্ষমতায় আসছে বা ক্ষমতা থেকে যাচ্ছে, মুহূর্ত আগেও যেন বোঝা কঠিন। সর্বশেষ মাত্র তিন সপ্তাহে আফগানিস্তানে যে রাজনৈতিক ও সামরিক পরিবর্তন ঘটেছে, সেটাকে 'নাটকীয়' বললেও কম বলা হয়।