আফগানদের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সে সময় দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে থাকা আশরাফ গনি। গতকাল (বুধবার) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আফগানদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আফগানদের ছেড়ে যাওয়ার ইচ্ছা তার ছিল না। পরিস্থিতি তাকে বাধ্য করে। তিনি আফগানিস্তানের মানুষের নিরাপত্তা রক্ষা করার জন্য দেশ ছেড়েছিলেন।