উপমহাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী আজ। নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের আজ মৃত্যুবার্ষিকী। সাত বছর আগে এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে গেছেন। সুকণ্ঠী এই শিল্পীর ৮৪ বছরের কিংবদন্তি জীবনের অবসান ঘটে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর। নজরুলের গানের পাশাপাশি গজল, ভজন, ঠুমরি আর আধুনিক গানেও রেখেছেন অসামান্য অবদান।