তালেবান সরকারের ১৪ সদস্য জাতিসংঘের কালো তালিকায়
বার্তা২৪
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৩
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে সদ্যঘোষিত তালেবান সরকারের সদস্যদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের ৩৩ সদস্যের নতুন মন্ত্রিসভার ১৪ জন সদস্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কালোতালিকাভুক্ত।
কাবুল দখলের তিন সপ্তাহ পর মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কালোতালিকাভুক্ত ।