 
                    
                    ২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে চলবে বুলেট ট্রেন
আগামী ২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে বুলেট ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালু রহিম। এতে দিনাজপুরসহ উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার মান আরও বেড়ে যাবে বলে আশা করেন তিনি। দিনাজপুর সদর উপজেলা ও শহর জেলার হৃৎপিণ্ড উল্লেখ করে হুইপ বলেন, এডিবির অর্থায়নে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, ড্রেন তৈরিসহ লাইট স্থাপনে ৭০ কোটি টাকার কাজ প্রাথমিকভাবে হবে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                