![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252Fb8d90e19-c089-40ad-9048-973abee19f65%252F89ab09c2-a57a-49df-8622-4248ceaa2b17.jpg%3Frect%3D0%252C0%252C640%252C360%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
মুঠোফোন হাতে আসার পর বদলে যেতে থাকেন জোবাইদা
জঙ্গিবাদে জড়িয়ে পড়ার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার জোবাইদা সিদ্দিকা নাবিলার জন্ম ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামে, তবে বড় হয়েছেন লালমোহন সদরে। পঞ্চম শ্রেণি পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। এরপর ভর্তি হন লালমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে। এই স্কুল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। আর দুই বছর পর (২০১৯) এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ–৪ পান তিনি। মাধ্যমিক পাস করার পর জোবাইদা আর কলেজে ভর্তি হতে চাননি, চেয়েছিলেন কোরআনের হাফেজ হতে।