সাক্ষরতার দক্ষতা অর্জনের বিকল্প নেই
মানুষের পাঁচটি মৌল-মানবিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম; যা মানুষকে সত্যিকার মানুষরূপে গড়ে তুলতে সাহায্য করে। অন্যদিকে নিরক্ষরতা মানুষের জীবন অন্ধকারাচ্ছন্ন করে তোলে। শিক্ষাহীন জীবন নির্বোধ-অচৈতন্য প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। এককথায় নিরক্ষরতা একটি অভিশাপ।