You have reached your daily news limit

Please log in to continue


২.৪ ওভারে ৬৪ রানের জুটি!

ড্যারেন ব্রাভো যখন আউট হলেন, ত্রিনবাগো নাইট রাইডার্স তখন ধুঁকছে। ১৭.২ ওভারে দলের রান মোটে ৪ উইকেটে ১০৫। কে জানত, ওসব কেবল ঝড়ের আগে গুমোট আবহাওয়া! ইনিংসের বাকি সময়টায় কাইরন পোলার্ড ও টিম সাইফার্ট যা করলেন, সেটিকে বলা যায় তাণ্ডবলীলা। কিংবা ধ্বংসযজ্ঞ। কেবল ২.৪ ওভারের জুটি। এই জুটিই পাল্টে দিল ম্যাচের চিত্র।

পোলার্ড ও সাইফার্ট এই কয়েকটি বলেই যোগ করলেন ৬৪ রান! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মঙ্গলবার ত্রিনবাগোর পোলার্ড ও সাইফার্টে এমন ব্যাটিংয়ের স্বাক্ষী হয় জ্যামাইকা তালাওয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন