অস্ত্রধারীরা ধরা পড়ে না

প্রথম আলো নোয়াখালী সদর প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭

চট্টগ্রাম ও নোয়াখালীতে রাজনৈতিক শক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন মারামারিতে গত সাড়ে তিন বছরে অস্ত্রবাজির অন্তত ১৩টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এসব ঘটনায় অস্ত্র হাতে থাকা ১৯ জনের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে পেশাদার সন্ত্রাসীর পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের পদধারী নেতাও রয়েছেন।


প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, এসব অস্ত্রধারীর বেশির ভাগই ধরা পড়েনি। এখন পর্যন্ত চিহ্নিত হয়েছে ১২ জন, তাঁদের মধ্যে কেবল ৪ জন গ্রেপ্তার হয়েছে।


২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব অস্ত্রবাজির ঘটনার মধ্যে নয়টি চট্টগ্রামে এবং চারটি নোয়াখালীতে ঘটে। এসব ঘটনায় মামলা হয়েছে নয়টি। চট্টগ্রামের চারটি ঘটনায় কোনো মামলা হয়নি। দুর্বৃত্তদের প্রদর্শিত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, শটগান, এলজি ও বন্দুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও