কুড়িগ্রাম-লালমনিরহাটে আমনের চারা সংকট, দুশ্চিন্তায় কৃষক
কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যাকবলিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত খেতে আবার আমনের চারা রোপণের চেষ্টা করছেন কৃষকরা। কিন্তু, কোথাও চারা সংকট এবং কোথাও চারার দাম বেশি হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।
দুই জেলায় ব্রহ্মপুত্র নদ, তিস্তা, ধরলা, দুধকুমার ও গঙ্গাধর নদীর চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চলে প্রায় ৩৩ হাজার হেক্টর জমির আমন খেত বন্যার পানিতে নিমজ্জিত ছিল। এর মধ্যে কুড়িগ্রামে রয়েছে ২৬ হাজার হেক্টর জমি এবং লালমনিরহাটে রয়েছে সাত হাজার হেক্টর জমি।