কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমন সাংসদ দিয়ে আমরা কী করব

সমকাল সেলিনা হোসেন প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩

সময় মানুষকে এগিয়ে দেয়। আবার সময় মানুষকে সেই নিরিখে তৈরিও করে। যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ দেশের অভ্যুদয় ঘটেছিল, এর পেছনে ছিল বেশ কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার ও প্রত্যয়। এর অনেক কিছু আমরা অর্জন করলেও, এখন পর্যন্ত অনার্জিত রয়ে গেছে আরও কিছু। এই কলামেই লিখেছিলাম, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য সামাজিক-অর্থনৈতিক বৈষম্য নিরসনের পাশাপাশি অতি জরুরি লিঙ্গ সমতা নিশ্চিত করা।


সন্দেহ নেই, বিগত পাঁচ দশকে অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীর উন্নয়ন-অগ্রগতি কম নয়। তারপরও প্রতিকূলতা-প্রতিবন্ধকতার দেয়াল অনেক ক্ষেত্রেই ভাঙা যায়নি। নারীর নিরাপত্তা আজও প্রশ্নের বিষয়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নারীর অংশগ্রহণ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্যহারে বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রা স্পর্শে এখনও আমরা অনেক দূরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও