এমন সাংসদ দিয়ে আমরা কী করব
সময় মানুষকে এগিয়ে দেয়। আবার সময় মানুষকে সেই নিরিখে তৈরিও করে। যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ দেশের অভ্যুদয় ঘটেছিল, এর পেছনে ছিল বেশ কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার ও প্রত্যয়। এর অনেক কিছু আমরা অর্জন করলেও, এখন পর্যন্ত অনার্জিত রয়ে গেছে আরও কিছু। এই কলামেই লিখেছিলাম, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য সামাজিক-অর্থনৈতিক বৈষম্য নিরসনের পাশাপাশি অতি জরুরি লিঙ্গ সমতা নিশ্চিত করা।
সন্দেহ নেই, বিগত পাঁচ দশকে অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীর উন্নয়ন-অগ্রগতি কম নয়। তারপরও প্রতিকূলতা-প্রতিবন্ধকতার দেয়াল অনেক ক্ষেত্রেই ভাঙা যায়নি। নারীর নিরাপত্তা আজও প্রশ্নের বিষয়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নারীর অংশগ্রহণ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্যহারে বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রা স্পর্শে এখনও আমরা অনেক দূরে।