বাজেটের ২৬ শতাংশ অর্থই খরচ হয়নি

সমকাল অর্থ মন্ত্রণালয় প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯

গত অর্থবছরের ( ২০২০-২১) জন্য সরকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট ঘোষণা করে। মহামারি করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে কয়েক দফা লকডাউন পরিস্থিতিতে সরকার মাঝপথে এসে বাজেট সংশোধন করে ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু অর্থবছর শেষে দেখা গেছে, লক্ষ্যমাত্রার ৭৪ শতাংশ বা ৩ লাখ ৯৯ হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয় করতে পেরেছে সরকার। আর ১ লাখ ৩৯ হাজার ৬৪৮ কোটি টাকা ব্যয় হয়নি, যা মোট বাজেটের ২৬ শতাংশ।


অর্থ মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়ন সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাস্তবায়নের এ হার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম। গত পাঁচ অর্থবছর ধরে বাজেটের ৮৪ থেকে প্রায় ৮৯ শতাংশ পর্যন্ত ব্যয় হয়েছে। প্রতিবেদন বিশ্নেষণ করে দেখা গেছে, সরকারের ব্যয় কম হওয়ায় ঋণ কম হয়েছে। বাজেট ঘাটতিও হয়েছে কম। সরকার বৈদেশিক অনুদান পেয়েছে সামান্য। গত অর্থবছরে জিডিপির ২ শতাংশ বাজেট ঘাটতি হয়েছে। যদিও অনুদানসহ জিডিপির ৫ শতাংশ ঘাটতি প্রক্ষেপণ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও