বুধবার শুরা বৈঠক, কে হচ্ছেন শফীর উত্তরসূরি?
দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা। দেশের কওমি অঙ্গনের সর্বোচ্চ বিদ্যাপীঠ। উম্মুল মাদারিস বা কওমি মাদরাসাগুলোর মা হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটিতে ৩৪ বছর ধরে মহাপরিচালক পদে ছিলেন আল্লামা শাহ আহমদ শফী। মৃত্যুর মাত্র একদিন আগে ছাত্রদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। সেই থেকে মাদরাসাটির মহাপরিচালক পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। শিক্ষকদের তিন সদস্যের একটি কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে মাদরাসাটি।