অপরিকল্পিত সেতুর জন্য পাহাড় কাটছে এলজিইডি
বান্দরবানের রুমা উপজেলায় অপরিকল্পিত একটি সেতুর জন্য পাহাড় কাটছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। সংযোগ সড়ক ছাড়াই এলজিইডি গত জুন মাসে সেতুটি তৈরির কাজ শেষ করেছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, '৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে দুর্গম পলিকা খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সেতুটি ব্যবহারে কোনো সংযোগ সড়ক ছিল না। এখন পাহাড় কেটে সংযোগ সড়ক তৈরির সিদ্ধান্ত হয়েছে।'
ওই প্রকৌশলী জানান, নতুন তৈরি সেতু হয়ে রুমা মুখ থেকে উপজেলার গেলেঙ্গা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এতে প্রায় ৪২ কোটি টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছে।