![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhaor-20210907175741.jpg)
টাঙ্গুয়ার হাওরে নৌকার ভাড়া বাড়ালো ট্রলার মালিক সমিতি
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা পর্যটকদের জন্য নৌকার ভাড়া নতুন করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর ট্রলার মালিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এ ভাড়া নির্ধারণ করেন। নতুন ভাড়ার তালিকা উপজেলা প্রশাসন নির্ধারিত ভাড়া থেকে বেশি ধরা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নৌকা
- হাওর
- ভাড়া বৃদ্ধি