নিলামে বিক্রি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল

ডেইলি বাংলাদেশ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২

নিলামে বিক্রি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডাইনোসরের কঙ্কাল। ৬ কোটি ৬০ লাখ বছর বয়সী এই জায়ান্ট কঙ্কাল বিক্রি হতে পারে ১৪ লাখ ডলার থেকে ১৭ লাখ ডলারে।


সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, এই কঙ্কালের নাম দেয়া হয়েছে বিগ জন। এর দৈর্ঘ্য ৮ ফুট ৭ ইঞ্চি। ৬ ফুট ৭ ইঞ্চি চওড়া। সবচেয়ে বড় দুটি শিং ৩ ফুট ৭ ইঞ্চি করে লম্বা। আর তা চওড়া ১১.৮ ইঞ্চি। তবে শিং দুটি গোড়ার দিকে ৩০ সেন্টিমিটার বেশি চওড়া।


নিলামকারী প্রতিষ্ঠান বাইনোচে এট গিকুয়েলো’র দেয়া তথ্যে এসব কথা বলা হয়েছে। তারা আরো বলছে, এই ডাইনোসর ১৬ টন চাপ বহন করতে সক্ষম। এই ডাইনোসর বসবাস করতো লারামিডিয়াতে। এটি হলো একটি দ্বীপ, যা বিস্তৃত হয়েছে বর্তমানের আলাস্কা থেকে মেক্সিকো পর্যন্ত। প্রাচীনকালে সাউথ ডাকোটায় বর্তমানে যেটা হেল ক্রিক, সেখানকার সমতলে বন্যায় মারা গিয়েছিল এসব ডাইনোসর।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও