![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/09/07/og/165641_bangladesh_pratidin_Nadi-Vagon.jpg)
মাদারীপুরে নদীগর্ভে বিলীন সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ি ফিডার সড়কের একাংশ কুমার নদে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব না হলে পাশের বিলের কয়েকশ হাজার একর জমির আমন ধান নষ্ট হয়ে যাবে। এছাড়াও যেকোনো মুহূর্তে সড়কটির পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।