![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F09%2F07%2F378ab4dda8901aab9e15890d6d19bf09-61368587c9f5a.jpg%3Fjadewits_media_id%3D746407)
পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সম্পর্ক নিয়ে ঢাকা-লন্ডনের মধ্যে আলোচনা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক পর্যায়ে শেষ আনুষ্ঠানিক বৈঠক (স্ট্র্যাটেজিক ডায়ালগ) হয়েছিল ২০১৯ এর এপ্রিলে ঢাকায়। এরপর সারা বিশ্বে ও এই অঞ্চলে অনেক পরিবর্তন এসেছে। যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, কোভিডে আক্রান্ত হয়েছে সারা বিশ্ব। এ ছাড়া মিয়ানমারে সামরিক সরকার বিরাজ করছে এবং আফগানিস্তানে তালেবান সরকার গঠন হতে যাচ্ছে।
এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ও যুক্তরাজ্য কীভাবে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও দৃঢ় করতে পারে এবং একসঙ্গে কাজ করতে পারে- সেটি নিয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে।