![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/05/22/a-critical-computer-has-fai.jpg/ALTERNATES/w640/A-critical-computer-has-fai.jpg)
কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ব্যবহার করবে রাশিয়ার মহাকাশ স্টেশন
বড় পরিসরে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে রাশিয়ার নতুন মহাকাশ স্টেশন। এ কাজে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাহ্যিক রোবট।
সম্প্রতি এ তথ্যগুলো দিয়েছেন রসকসমস প্রধান নির্বাহী দিমিত্রি রগোজিন। রাশিয়ান সংবাদমাধ্যম তাস সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, “সিস্টেমটি নিজে, স্টেশনটি নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা উপাদান দিয়ে বুদ্ধিমত্তার উচ্চতর পর্যায়ের প্রমাণ দিতে পারবে।”