![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/31/nakano-erico-310821-001.jpg/ALTERNATES/w640/nakano-erico-310821-001.jpg)
জাপানি নারীর আবেদনে একসাথে থাকার আদেশ বদলাবে কি না, জানা যাবে বুধবার
দুই শিশু সন্তানকে জাপানি মা নাকানো এরিকো এবং বাংলাদেশি বাবা শরীফ ইমরানকে আপাতত একসঙ্গে থাকার যে সিদ্ধান্ত হাই কোর্ট দিয়েছিল, তা পরিমার্জন হবে কি না- জানা যাবে বুধবার।
ওই আদেশ পরিমার্জন (মোডিফিকেশন) চেয়ে নাকানো এরিকোর আইনজীবী যে আবেদনে করেছেন, তা বুধবার আদেশের জন্য রেখেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।