
স্কুলগুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে
সরকার গত রোববার পুনরায় স্কুল খোলার জন্য তাদের কৌশল প্রকাশ করেছে। প্রায় ১৮ মাসের দীর্ঘ বিরতির পর শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় আমরা আনন্দিত। পূর্বে আমরা এই বিষয়ে জোর দিয়ে বলেছি যে, শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে অবশ্যই শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য স্কুল কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলোও বিবেচনা করতে হবে। এই বিষয়ে, সরকার পুনরায় স্কুল খোলার পরিকল্পনায় অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করেছে এবং আমরা আশা করি সেগুলো অত্যন্ত যত্ন সহকারে করা হয়েছে।
পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য হলেও এটিই যথেষ্ট নয়। তা কার্যকর করার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে সরকারকে তার সর্বোচ্চটুকু পালন করতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, যদিও সরকার ইতোমধ্যেই পুনরায় স্কুল খোলার নির্দেশিকা কী হবে সে সম্পর্কে ইঙ্গিত দিয়েছে, তবে স্কুল খোলার সময় নির্ধারণ হওয়ার কয়েকদিন আগে বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে।