পাটের অবৈধ মজুতে উৎপাদন ঝুঁকিতে মিলগুলো
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:২৪
আইন অমান্য করে চলছে পাটের অবৈধ মজুত। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বাজার থেকে কাঁচা পাট কিনে মজুত গড়ে তুলছেন। সরকারি কঠোর মনিটরিংয়ের অভাবে সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও একদিকে চলছে এই মজুত, অন্যদিকে চলছে কাঁচা পাট রফতানি। এই দুই কারণে বেসরকারি পাটকলগুলোর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত পাটের বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে। এতে মিলগুলো রয়েছে উৎপাদন ঝুঁকিতে।
শুধু তা-ই নয়, পাটের অভাবে অনেক মিলে বন্ধ রয়েছে উৎপাদন। এই সংকট দূর করা না গেলে মহাসংকটে পড়বে এ খাতটি। একইসঙ্গে ঝুঁকিতে পড়বে পরোক্ষভাবে জড়িয়ে থাকা অসংখ্য মানুষের কর্মসংস্থান।