![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/06/kishoreganj-body-060921-01.jpg/ALTERNATES/w640/kishoreganj-body-060921-01.jpg)
কিশোরগঞ্জে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ দুই জনের মধ্যে এক জনের লাশ পাওয়া গেছে।
সোমবার বিকালে উপজেলার মৃগা হাওরে ঘটনাস্থলের কাছ থেকে শামীম মিয়ার (২০) লাশ উদ্ধার করা হয়।
জয় বাদশা (১৫) নামের আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। তার খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
শামীম মিয়া উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে এবং জয় বাদশা একই গ্রামের মাস্টার আলীর ছেলে।