![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F06%2F2021-09-05t194015z_798213841_up1eh951in1hg_rtrmadp_3_soccer-worldcup-ger-arm-report.jpg%3Fitok%3DvNpFsacB)
আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল জার্মানি
এনটিভি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২০
কাতার বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে রীতিমতো গোলউৎসব করল জার্মানি। আক্রমণাত্মক ফুটবলে আর্মেনিয়ার জালে ছয় গোল দিল হান্স ফ্লিকের দল। গোল বন্যায় ম্যাচে আর্মেনিয়াকে উড়িয়ে বড় জয় তুলে নিল ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নেরা। বার্লিনে বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রোববার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা। দলের পক্ষে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি। এ ছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন মার্কো রয়েস, টিমো ভেরনার, ইয়োনাস হফমান ও করিম আদেইয়েমি। এদিন পুরো ম্যাচ ছিল জার্মানির দাপটে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- গোল উৎসব
- জার্মানি ফুটবল দল