অবশেষে মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময় করবে ইসরাইল ও হামাস
রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের কয়েকশ' নাগরিককে বন্দি করেছে ইসরাইল। অবশেষে মিশরের প্রচেষ্টায় কিছুদিনের মধ্যেই দুই পক্ষের বন্দি বিনিময় চুক্তি হতে পারে বলে আন্তর্জাতিক খবরে জানা গেছে।
এছাড়াও হামাস নেতা ইসমাইল হানিয়া শনিবার (৪ অগাস্ট) বলেছেন, ইসরাইলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হামাসের কাছে ২০১৪ সালের যুদ্ধে নিহত ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য ওরন শোল এবং হাদার গোলদিনের লাশের দেহাবশেষ রয়েছে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজা উপত্যকায় যাওয়া ইসরাইলি নাগরিক আভেরা মেনজিসটু ও হাইসাম আল সাইয়েদও হামাসের কাছে বন্দি আছেন।