![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/09/06/image-273173-1630901671.jpg)
গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আফগানিস্তান: শীর্ষ মার্কিন জেনারেল
ইত্তেফাক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮
আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শীর্ষ মার্কিন জেনারেল এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। স্থানীয় সময় শনিবার শীর্ষ সেনা কর্মকর্তা এই মন্তব্য করেন। এদিকে ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টার বলেছেন, আফগানিস্তান নিয়ে সবারই ভুল ধারণা ছিল। কেউ বুঝতে পারেনি যে, তালেবান এত দ্রুত অগ্রসর হবে এবং ক্ষমতা নেবে।