ভিডিও স্টোরি: সমাজপতিদের নিষ্ঠুর রায়, ৯ মাস একঘরে তিন পরিবার
সময় টিভি
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২১
সমাজপতিদের শোষণ থেকে বাঁচতে হাইকোর্টের দ্বারে তিন পরিবার। তাদের অভিযোগ, পঞ্চায়েতের সিদ্ধান্ত না মানায় এক বছর ধরে একঘরে কোরে রাখা হয়েছে তাদের। প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে, বাজার করতে এমনকি শিশুদের খেলার মাঠেও যেতে দেয়া হচ্ছে না। সব শুনে এই তিন পরিবারকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আরও ভিডিওতে।