You have reached your daily news limit

Please log in to continue


এমন দুর্দশার দ্রুত পরিত্রাণ হোক

দেশে নৌদুর্ঘটনা হরহামেশাই ঘটে। সেসব নৌযান উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের নাম আমরা শুনে আসছি কয়েক দশক ধরে। পরবর্তী সময়ে যুক্ত হয়েছে নির্ভীক ও প্রত্যয় নামে আরও দুটি জাহাজ। কিন্তু উত্তোলন ক্ষমতার হিসাবে নৌযান উদ্ধারে জাহাজ চারটির সক্ষমতা খুব বেশি নয়। তা ছাড়া হামজা-রুস্তমের আয়ুষ্কাল পার হয়ে গেছে বহু আগেই, অন্য দুটিও চলছে ফিটনেস সনদ হালনাগাদ ছাড়াই। উদ্ধারকারী জাহাজের অবস্থাই যদি এমন করুণ হয়, তাহলে বুঝতে অসুবিধা হয় না কীভাবে চলছে দেশের নৌযান উদ্ধার ব্যবস্থাপনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন