![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/05/inspector-sohel-rana-050921-02.jpg/ALTERNATES/w640/inspector-sohel-rana-050921-02.jpg)
‘দালাল ধরে’ ভারতে পালান পুলিশ কর্মকর্তা সোহেল রানা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১
ই-অরেঞ্জ ‘সংশ্লিষ্ট’ পুলিশ কর্মকর্তা সোহেল রানা ‘দালাল ধরে’ ভারতে পালিয়েছিলেন। পরিদর্শক সোহেল রানা এই পুলিশ কর্মকর্তা ভারতে গিয়ে ধরা পড়ার পর তার সহকর্মীদের কাছে এই তথ্য পাওয়া গেছে।পুলিশ প্রধান বেনজীর আহমেদ রোববার সাংবাদিকেদের্ জিজ্ঞাসায় বলেন, “আপনারা বুঝতে পারছেন স্পষ্ট যে, উনি (সোহেল রানা) নিয়মিত পথে যাওয়ার চেষ্টা করেননি, অনিয়মিতভাবে চেষ্টা করেছেন।”আইজিপি সরাসরি কিছু না বললেও পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ভারতে পাড়ি জমিয়েছিলেন সোহেল রানা।