নীলফামারীতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। এতে পাট চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। অনুকূল আবহাওয়ায় পাটের ফলন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৩২ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। এতে ছয় হাজার টন পাট উৎপাদন হয়েছে।