![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F09%2F05%2F23b962aca3aa762c3a628d926db6619c-61349e2d35fb6.jpg%3Fjadewits_media_id%3D746086)
আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, পাকিস্তানের ৪ নিরাপত্তা কর্মী নিহত
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক আত্মঘাতী হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর চার কর্মী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে রবিবার এক মোটরবাইক আরোহী নিজেকে উড়িয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
কোয়েটা থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে আফগান সীমান্তবর্তী মিয়া গুন্দি এলাকায় ফ্রন্টিয়ার কন্সটাবুলারি গার্ডস বাহিনী লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় হাজারা শিয়া সম্প্রদায়ের মানুষ সবজির ব্যবসা করে থাকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সীমান্ত
- নিহত
- আত্মঘাতী হামলা