![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbiman-20210905112322.jpg)
বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩
করোনাভাইরাসের সংক্রমণ কমায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল আজ রোববার (৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালাবে।