কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নগদবিহীন আগামী বাংলাদেশ এক দূরদর্শী সিদ্ধান্ত

কালের কণ্ঠ নিরঞ্জন রায় প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি খুবই দূরদৃষ্টিসম্পন্ন একটি সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন যে আগামী দিনের বাংলাদেশ হবে নগদবিহীন অর্থনীতির দেশ। এটা যে কতটা সময়োপযোগী ও দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত তা হয়তো এই মুহূর্তে দেশের ভেতর থেকে অতটা জানা যাবে না। তবে আমরা যাঁরা প্রবাসে, বিশেষ করে উন্নত দেশে বসবাস করি, তাঁরা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলো এই পথে এগোনোর চিন্তাই করতে পারেনি, এমনকি উন্নত বিশ্বও সম্পূর্ণরূপে নগদবিহীন অর্থনীতিতে রূপান্তর ঘটাতে সক্ষম হয়নি। সেখানে বাংলাদেশে নগদবিহীন অর্থনীতি চালুর যে সিদ্ধান্ত সজীব ওয়াজেদ জয় নিয়েছেন, তা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। সত্যি বলতে কি আজকের যে ডিজিটাল বাংলাদেশ তার পেছনে সজীব ওয়াজেদ জয়ের অবদান অপরিসীম। তিনি নিজে আমেরিকা থেকে উচ্চশিক্ষা নেওয়া একজন প্রথিতযশা তথ্য-প্রযুক্তিবিদ। আমেরিকাসহ উন্নত বিশ্বের তথ্য-প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এবং এর কার্যকারিতা তাঁর নখদর্পণে। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি বাংলাদেশেও তথ্য-প্রযুক্তির ব্যবহার সমাজ ও অর্থনীতির সব পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ এই ক্ষেত্রে সৌভাগ্যবান যে আমরা তাঁর মতো একজন দক্ষ ও অভিজ্ঞ তথ্য-প্রযুক্তিবিদকে একজন উপদেষ্টা হিসেবে পেয়েছি। সজীব ওয়াজেদ জয় এর আগেও দেশের তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেক দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত নিয়েছেন। যেমন—প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা নিশ্চিত করা, ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র চালু করা এবং পুলিশের সাহায্য পাওয়ার জন্য ৯৯৯ সেবা চালু করা ছিল উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় তিনি দেশে এখন নগদবিহীন অর্থনীতি চালুর সিদ্ধান্ত নিয়েছেন, যা থেকে বাংলাদেশ যে শুধু উপকৃতই হবে তা-ই নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বে দেশের মান চলে যাবে অনেক উচ্চে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও