প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি শিক্ষাঙ্গন খুলে দেওয়ার পক্ষে মত দেওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সংশ্নিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিচ্ছিলেন। ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক আলোচনায় অংশ নিয়ে পুনর্বার তিনি জানান, দ্রুত শিক্ষাঙ্গন খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থাও হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে ইতোমধ্যে টিকা পাওয়া এবং আরও টিকা আসার সম্ভাবনার বিষয়টিও তিনি অবহিত করেন। আমরা বরাবরই সমগ্র জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছি। কিন্তু এ কথাও মনে রাখতে হবে, টিকা দেওয়ার পরও কেউ কেউ করোনা আক্রান্ত হয়েছেন। তবে টিকা নেওয়ার কারণে জটিল পরিস্থিতিতে তারা পড়েননি।
You have reached your daily news limit
Please log in to continue
স্বাস্থ্যবিধি মেনে চলায় সতর্ক থাকতেই হবে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন