ভিডিও স্টোরি: বহুমাত্রিক জ্ঞানচর্চার বিস্তৃত সংগঠন 'প্রাচ্যসংঘ'
সময় টিভি
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩
বিশাল চত্বরজুড়ে বিস্তৃত "প্রাচ্যসংঘ"। যশোর সার্কিট হাউসপাড়ায় নিজ বাসভবন ঘেঁষে প্রায় দু'বিঘা জমির উপর লেখক-গবেষক বেনজীন খান ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন বহুমাত্রিক জ্ঞানচর্চার প্রতিষ্ঠান 'প্রাচ্যসংঘ'। সংঘের প্রবেশদ্বারের কাছেই বেদির ওপর শ্বেতশুভ্র খোলা বইয়ের মধ্যে বিশ্বগোলক। নিচে লেখা- পড় জগৎকে জানো। আরও ভিডিওতে।
- ট্যাগ:
- ভিডিও
- সংস্কৃতি
- প্রাচ্যনাট