করোনার পঞ্চম ঢেউ, টোকিওতে বাড়ছে জরুরি অবস্থার মেয়াদ
করোনাভাইরাস মহামারির পঞ্চম ঢেউ মোকাবিলায় হিমশিম খাওয়া জাপানের সরকার দেশটির রাজধানী টোকিও এবং তার আশপাশের এলাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকতে পারে বলে শনিবার জাপানি দৈনিক মাইনিচির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মাইনিচি বলেছে, দেশের সরকার প্রাথমিকভাবে টোকিও এবং তার পার্শ্ববর্তী কানাগাওয়া, সাইতামা ও চিবা প্রদেশে করোনা জরুরি অবস্থার মেয়াদ আরও প্রায় দুই সপ্তাহের জন্য বৃদ্ধির পরিকল্পনা করেছে।