![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/04/panjshir-fighting-040921-01.jpg/ALTERNATES/w640/panjshir-fighting-040921-01.jpg)
পানশিরে তালেবান ও বিরোধীদের তুমুল লড়াই অব্যাহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে তালেবানের সঙ্গে বিরোধী বাহিনীগুলোর তুমুল লড়াই অব্যাহত আছে বলে জানা গেছে। দেশটির এই একটি প্রদেশ এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে আছে এবং বিরোধী বাহিনীগুলো সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে।তালেবান সূত্রগুলো শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, তারা উপত্যকাটির নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু বিরোধীরা তাদের এ দাবি প্রত্যাখ্যান করে।