![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnusrat-20210904094634.jpg)
নিখিলের সঙ্গে বিয়ে ‘অবৈধ-বেআইনি’, আদালতে জানালেন নুসরাত
সদ্য মা হয়েছেন কলকতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। ছেলের বয়স মাত্র আটদিন। এরমধ্যে শুক্রবার (৩ সেপ্টেম্বরে) ‘সাবেক স্বামী’ নিখিল জৈনের ‘বিবাহ বিচ্ছেদ’ মামলায় আদালতে হাজিরার দিন ছিল এ অভিনেত্রীর।
তবে আদালতে হাজির হননি কয়েকদিন আগে মা হওয়ায় নুসরাত। এদিন আদালতে যাননি মামলার বাদী নিখিল জৈনও। আদালতে বাদী-বিবাদীর পক্ষে হাজির ছিলেন উভয়পক্ষের আইনজীবী।