সংবিধান ও সিডও সনদের আলোকে অভিন্ন পারিবারিক আইন
নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় Convention on the Elimination of All Forms of Discrimination Against Women, যাকে সংক্ষেপে CEDAW বলা হয়, বাংলায় ‘নারীর প্রতি সর্বপ্রকার বৈষম্য বিলোপ সনদ’। জাতিসংঘের যে সাতটি মানবাধিকার সনদ রয়েছে, সিডও সনদ তার অন্যতম। সিডও সনদ ঘোষণার পর ১৯৮০ সালের ১ মার্চ থেকে এই সনদে স্বাক্ষর প্রদান শুরু হয় এবং ৩ সেপ্টেম্বর থেকে সনদ কার্যকর হিসেবে ঘোষিত হয়। সেই থেকে এই দিনটি বিশ্বব্যাপী সিডও দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ট্যাগ:
- মতামত
- নারী
- মানবাধিকার
- সংবিধান
- পারিবারিক আইন
- জাতিসংঘ