আফগানিস্তানে অর্থ লেনদেন শুরু করলো ওয়েস্টার্ন ইউনিয়ন

জাগো নিউজ ২৪ আফগানিস্তান প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩

আফগানিস্তান পুরোদস্তুর তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর দেশটির সঙ্গে বহু প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন প্রায় বন্ধ হয়ে যায়। অর্থ লেনদেন গত দুই সপ্তাহ আগে স্থগিত করে তারা। কার্যত অচল হয়ে পড়ে পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা। নতুন সরকার গঠন করতে চলেছে তালেবান। এর মাঝেই ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের সার্ভিস দেওয়া শুরু করলো। খবর আল জাজিরার।


আর্থিক লেনদেন প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মধ্য এশিয়ার দেশটিতে গত দুই সপ্তাহ ধরে লেনদেন স্থগিত রাখে তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার সময় থেকে। তবে তারা ২ সেপ্টেম্বর থেকে কার্যক্রম চালু করার ঘোষণা দেয়। এখন অন্তত দুইশ দেশের মানুষ তাদের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবে আফগানিস্তান থেকে। টুইটারে এক বিবৃতি পোস্ট করে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও