You have reached your daily news limit

Please log in to continue


জিয়ার কবর: ফের উত্তপ্ত রাজনীতি, কিছুই চূড়ান্ত না

জাতীয় সংসদের মূল নকশায় কোথাও মাজার বা কবরস্থানের উল্লেখ না থাকলেও রাজনৈতিক ইচ্ছায় গড়া হয় জিয়াউর রহমানের মাজার। একইভাবে আরো ৭ জনের কবরস্থান গড়া হয় সংসদ এলাকাতেই। কাজেই মূল নকশায় ফেরত যেতে হলে সিদ্ধান্তটি আসতে হবে রাজনৈতিক ভাবেই। সম্প্রতি ‘চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে জিয়া লাশ নেই’ বলে মন্তব্য করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সরকারি দলের মন্ত্রী, এমপিগণ কবর সরানো ও জিয়ার কবরে জিয়ার লাশ থাকা না থাকা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জিয়াউর রহমানের গড়া দল বিএনপি থেকেও পাল্টা চ্যালেঞ্জ জানানো হচ্ছে। তবে বাইরে আলোচনা যতটাই গরম ভেতরের পরিস্থিতি ততটাই শীতল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন