![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F02%2Fnancy.jpg%3Fitok%3DjvAOC1m6)
ঘরোয়া আয়োজনে বিয়ে করলেন ন্যান্সি
এনটিভি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৫
কথা ছিল সেপ্টেম্বরে ধুমধাম করে বিয়ে করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কিন্তু তা আর হলো কই, আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সেরেছেন তিনি।
বিয়ের নির্দিষ্ট তারিখ না বললেও এনটিভি অনলাইনকে ন্যান্সি জানিয়েছেন, বড় ভাইয়ের পরামর্শে তাঁর বাসায় অল্প কিছু মানুষ নিয়ে আগস্টের শেষে বিয়ে হয়েছে। করোনা-পরিস্থিতি ঠিক হলে আয়োজন করা হবে।