![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/02/general-shares-pain-anger-020921-01.jpg/ALTERNATES/w640/general-shares-pain-anger-020921-01.jpg)
নির্দয় তালেবান বদলাবে কিনা, বোঝা যাচ্ছে না: মার্কিন জেনারেল
আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানকে ‘নির্দয় গোষ্ঠী’ অ্যাখ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছেন, কট্টরপন্থি গোষ্ঠীটি আদৌ বদলাবে কিনা, তা বোঝা যাচ্ছে না।
আফগানিস্তানে আক্রমণ চালিয়ে তালেবানকে উৎখাত করার পর টানা ২০ বছর দেশটিতে অবস্থান করেছে মার্কিন সেনা। মঙ্গলবার সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের অবসান হল।