৩ টন বিস্ফোরকবাহী মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে নতুন ধরনের মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র তিন টন ওজনের ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারবে। তারা বলছে, মিসাইলটি উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলোর সীমা হবে ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার। মাটির নিচের স্থাপনা ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র কার্যকর হবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া নিজের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে নতুন বাজেট প্রস্তাব প্রকাশ করেছে। ২০২২ থেকে ২০২৬ সালের প্রতিরক্ষা ব্লু-প্রিন্টে উল্লেখ করা হয়েছে, তারা বর্ধিত ধ্বংসক্ষমতার মিসাইল বানাবে।