![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjamalpur-1-20210902142418.jpg)
জামালপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি, ফসলি জমির ক্ষয়-ক্ষতি
জামালপুরে গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টির কারণে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তবে বৃষ্টি কমলে পানিও কমতে শুরু করবে বলে জানান তিনি।