![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F02%2Femraan_hashmi.jpg%3Fitok%3DHZAIkd-J)
তুরস্কে উড়াল দিলেন ইমরান হাশমি
তুরস্কে উড়াল দিয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। প্লেনে ওঠার আগে সামাজিক পাতায় মুম্বাই বিমানবন্দরে নিজস্বী তুলে ভক্তদের এ খবর জানিয়েছেন হাশমি। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুটে অংশ নিতে তুরস্কে উড়াল দিয়েছেন ইমরান হাশমি। তুরস্কে এ সিনেমার টিম অবস্থান করছে এখন। সেখানে যোগ দেবেন তিনি। যদিও এ সিনেমার ব্যাপারে সরাসরি মুখ খোলেননি ইমরান।