![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/02/afghan-economy-020121-01.jpg/ALTERNATES/w640/afghan-economy-020121-01.jpg)
অর্থনীতি নিয়ে ‘টালমাটাল’ তালেবান
অর্থ সঙ্কটে আফগানিস্তানে মানবিক সঙ্কট দেখা দেওয়ার হুঁশিয়ারির মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনা আর দেশ পরিচালনার চেষ্টায় হিমশিম খাচ্ছে তালেবান।
ঝড়ো গতিতে তালেবানের কাবুল দখলের মধ্য দিয়ে ২০ বছরের যুদ্ধের অবসান ঘটলেও যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের পর দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়েছে এই উগ্র ধর্মীয় গোষ্ঠী।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে প্রশাসনিক শূন্যতার মধ্যে জিনিসপত্রের দাম বেড়েছে এবং নগদ অর্থ তুলে নেওয়ার জন্য ব্যাংকগুলোতে ভিড় করছেন আফগানবাসী।