কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দৌরাত্ম্য বেড়েছে বন্যপ্রাণী পাচারকারীদের

ডেইলি স্টার চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫১

চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যরা চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে নির্বিচারে বন্য হাতি শিকার করছে বলে অভিযোগ উঠেছে। দুটি ভিন্ন ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তারের পর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অভিযোগের বিষয়টি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে তিনটি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে।


তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, চোরাকারবারিরা গভীর জঙ্গল থেকে হাতি শিকার করে। এরপর বাঁশখালী ও পার্বত্য চট্টগ্রাম থেকে সেগুলোর দাঁত পাচার করে।


উদ্ধারকৃত হাতির দাঁতগুলো দেখে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষজ্ঞ ও তদন্তকারী কর্মকর্তারা জানান, হাতি না মেরে এসব দাঁত ও চোয়াল সংগ্রহ করা সম্ভব নয়। তারা আরও জানান, পাচারকারিরা সম্ভবত হাতির পালের চলার পথে বৈদ্যুতিক বেড়া বসিয়ে অথবা গুলি করে সেগুলো হত্যা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও