You have reached your daily news limit

Please log in to continue


নির্যাতনের রং

কোনও অবস্থাতেই নারী নির্যাতন বরদাস্ত করা হইবে না। নির্যাতনের অভিযোগ মিলিলে রাজনীতির রং না দেখিয়াই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করিতে হইবে— সম্প্রতি পুলিশের কর্তাদের প্রতি এইরূপ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান যখন নারী নির্যাতনের বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন, তখন তাহা সবিশেষ তাৎপর্যপূর্ণ হইয়া উঠে। কারণ ইহা সত্য যে, নারী নির্যাতনের অভিযোগ পাইলেও বহু ক্ষেত্রেই তদন্ত চলে ঢিমাতেতালায়।

গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত এলাকায় এই প্রবণতা প্রকটতর। এবং, বহু নারী নির্যাতনের ঘটনার অভিযোগ থানা অবধি পৌঁছাইতেই পারে না। পুলিশি অসহযোগিতার আশঙ্কায় নির্যাতিত মহিলারা আর থানায় যান না। অনেক ক্ষেত্রে সুবিচারের আশায় মহিলা কমিশনের দ্বারস্থ হইতে হয়। কোনও শাসনেই এই চিত্রের বিশেষ পরিবর্তন হয় নাই। অতএব, মুখ্যমন্ত্রীর বার্তা তাৎপর্যবাহী বইকি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন